Home » 2011 » January » 08

সংখ্যা রঙ্গ সমগ্র ৪

661^2 = 436921
6661^2 = 44368921
66661^2 = 4443688921
666661^2 = 444436888921
6666661^2 = 44444368888921
66666661^2 = 4444443688888921
666666661^2 = 444444436888888921
6666666661^2 = 44444444368888888921
66666666661^2 = 4444444443688888888921

62^2 = 3844
662^2 = 438244
6662^2 = 44382244
66662^2 = 4443822244
666662^2 = 444438222244
6666662^2 = 44444382222244
66666662^2 = 4444443822222244
666666662^2 = 444444438222222244
6666666662^2 = 44444444382222222244
66666666662^2 = 4444444443822222222244

... Read more »

Views: 735 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

কুইক ম্যাথ (১ম পর্ব)

যদি আপনাকে প্রশ্ন করি ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত? ক্যালকুলেটার ছাড়া উত্তর দিতে কতক্ষণ লাগবে? আমি আপনাকে খুবই সহজ একটি উপায় বাতলে দিতে পারি, যার সাহায্যে ক্যালকুলেটার ছাড়াই ঝটপট এর উত্তর বলে দিতে পারবেন।

প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।

যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।

এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।

... Read more »
Views: 498 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

কুইক ম্যাথ (১ম পর্ব)

Views: 628 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

তাঁরা পরিচিতি ০১

সেই সে অতি প্রাচীন কাল থেকেই আকাশের তারাদের দিয়ে নানা প্রকারের ছবির কল্পনা করেছে মানুষ। আদি কালের যাযাবর জাতীর যাযাবর লোক খোলা আকাশের নিচে তাদের পালিত গরু, ছাগল, ভেড়া ইত্যাদি রাতের পর রাত পাহারা দিতে দিতে আকাশে ফুটে থাকা অসংখ্যা অগুনিত তাঁরাদের দেখে দেখে এঁকেছে তাদের কল্পনার ছবি তাঁরাদেরই নিয়ে। নিজেদের আকা তাঁরাদের সেই সব ছবি নিয়ে দিনের বেলা হয়তো তারা কত গল্প করতো। রাতের আকাশের তাঁরার মেলাতেই দেখা দিয়েছে তাদের মেষ, বৃষ। যাযাবর যুবকের চোখে তার প্রিয়াও তাঁরাদের মাঝেই স্থান করে নিয়েছে, শস্য চয়নরতা কন্যারাশি তারই স্বাক্ষী।আরো আছে মিথুন রাশি। কিন্তু কিভাবে শুরু হয়েছিলো ছবি আকার এই খেলা তা কেউ বলতে পারে না। হয়তো কোনো এক যুবক রাতের বেলা তাঁরাদের নিয়ে ছবি এঁকেছে আর পরদিন আবার তার বন্ধুদের ডেকে দেখিয়েছে। সেই বন্ধুরাও হয়তো আবার নিজেদের মত করে অন্য তাঁরাদের নিয়ে ছবি এঁকেছে। এমনি ভাবেই হয়তো এক জন থেকে আরে ... Read more »

Views: 453 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

বুধ গ্রহের আদি অন্ত


"মেরিনার ১০” কর্তৃক তোলা বুধের ছবি

বুধ গ্রহের ইংরেজী Mercury বা মার্কিউরী। বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। সূর্যের খুব কাছে হওয়ার ফলে বুধ পৃষ্ঠ থেকে সূর্যের দিকে তাকালে সূর্যকে পৃথিবীতে যত বড় দেখায় তার চেয়ে আড়াইগুণ বড় দেখা যাবে। সেই সাথে সৌরজগতের সবচাইতে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে এই বুধ গ্রহ। এই কারণে বুধের মাধ্যাকর্ষণ শক্তিও অনেক কম, পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ। ফলে পৃথিবীতে যদি আপনার ওজন ৭০ কেজি হয় তাহলে বুধে আপনার ওজন হবে প্রায় ২৩ কেজি। বুধগ্রহের কোনো উপগ ... Read more »

Views: 546 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

বৃহস্পতি গ্রহের আদি-অন্ত

বৃহস্পতি গ্রহ

রাতের আকাশে এখন চাঁদের পাশেই যে বড় আলোক বিন্দুটি উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে সেদিকে টেলিস্কোপে চোখ রেখেই দেখা যাবে চারটি বিন্দু, একটি বড় আর তিনটি ছোট। বড় বিন্দুটিই হচ্ছে বৃহস্পতি গ্রহ আর ছোটো তিনটি বিন্দু হচ্ছে বৃহস্পতির তিনটি বৃহৎ উপগ্রহ।

আসুন সামান্য কিছু জানি বৃহস্পতি গ্রহ সম্পর্কে
গ্রহরাজ বৃহস্পতিকে প্রকৃত পক্ষেই গ্রহদের রাজা বলা চলে। বৃহস্পতি গ্রহকে ইংরেজীতে বলা হয় Jupiter (জ ... Read more »

Views: 484 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

শুক্র গ্রহের আদি-অন্ত

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

শুক্র গ্রহ বা ভেনাস (Venus) সৌরজগতের দ্বিতীয় গ্রহ। কারণ সূর্য থেকে দূরত্বের দিক থেকে হিসেব করলে সূর্যের একেবারে কাছের গ্রহ হচ্ছে বুধ গ্রহ, আর এর পরই শুক্র গ্রহের অবস্থান। বুধ আর পৃথিবীর মতই এই গ্রহটিও কঠিন পদার্থ দিয়ে তৈরি বলে একে পার্থিব গ্রহ বলা হয়। পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান, আকার-আকৃতি, মুক্তি বেগ এবং অন্যান্য মহাযাগতিক আচরণে মিল রয়েছে বলে শুক্রকে পৃথিবীর বোন গ্রহ বা "sister planet” বলে।

2011
		<!-- ... Read more »

Views: 579 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

৩ হাজার আইকন সেট ডাউনলোড করে নিন সম্পূর্ণ ফ্রীতে!

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

বিসমিল্লাহীর রহমানীর রাহীম। সবাই কেমন আছেন? আজকে মনে মনে ভাবছিলাম আপনাদের জন্য একটু অন্যকিছুর আয়োজন করবো। ভাবতে ভাবতে আইকনের দুনিয়ার কথা মনে পড়ে গেল। আমার কাছে অনেক অনেক আইকন আছে যা বলে শেষ করা যাবে না। তাই সেখান থেকে ছাটাই বাছাই করে ৩ হাজারটি আইকন আপনাদের জন্য শেয়ার করছি। আইকন সম্পর্কে আপনারা সবাই জানেন তাই আর বেশি কিছু বললাম না। সবগুলোর আইকনের ছবি এখানে দেওয়া সম্ভব না। তাই নিচে কিছু আইকনের ছবি দেওয়া হলোঃ

... Read more »

Views: 494 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

ডাউনলোড করুন যেকোন দেশের পতাকার আইকন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনারদের অনেক সময় বিভিন্ন দেশের পতাকার আইকন প্রয়োজন হয়। নিজের দেশ অথবা ভিন্ন কোন দেশের ক্লায়েন্টের সাইটে পতাকার আইকন যুক্ত করার দরকার হতে পারে। আর সাধারন ইন্টারনেট ব্যবহারকারীরাও ইচ্ছা করলে বিভিন্ন দেশের পতাকার আইকন সংগ্রহে রাখতে পারেন। flag.redpixart.com এমন একটি আইকন সার্চ ইঞ্জিন, যেখান থেকে আপনি প্রায় ১৯০ টির বেশি দেশের আইকন ডাউনলোড করতে পারবেন।

... Read more »

Views: 438 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

চোখ ধাঁধানো ১০০টি আইকন ফ্রী ডাউনলোড করুন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

বিসমিল্লাহির রহমানীর রাহীম। আইকন সম্পর্কে আমার মনে হয় না আলাদা ভাবে কোন কিছু বলার প্রয়োজন আছে। কারণ আইকন ব্যবহার করার মূল কারণ হলো কোন ফাইলকে সুন্দর ভাবে উপস্থাপন করা। সেটা যে কোন ক্ষেত্রেই। আমার আইকনের ধন ভান্ডার থেকে বাছাই করে আপাতত ১০০টি আইকন আপনাদের সাথে শেয়ার করছি। ইনসাআল্লাহ ভবিষ্যৎ এ আরো আইক্যাচিং আইকন আপনাদের সাথে শেয়ার করব। এখন এই আইকন গুলোকে নিয়ে একটু কথা বলি।

এখানে ইন্টারনেট, ফোল্ডার, পিসি, পেনড্রাইভ, ফাইল, মোবাইল, ঘড়ি, ক্যামেরা, ওয়েব ক্যাম, মাউস, মনিটর, সার্ভার, সিডি/ডিভিডি রম, হেডফোন ইত্যাদি বিষয়ে আইকন আছে। এখানে মোট .png এবং .ico এ দুই ধর ... Read more »

Views: 493 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

Ninite দিয়ে একসঙ্গে ডাউনলোড করুন প্রয়োজনীয় সব সফটওয়্যার

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

পিসি শব্দটির সঙ্গে পরিচিত নন, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য হবে। পারসোনাল কম্পিউটার শব্দদ্বয়ের সংক্ষিপ্তরূপ হচ্ছে পিসি। আজকাল নানান কাজে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার। তার মধ্যে নিতান্ত ব্যক্তিগত প্রয়োজনে বা শখে কম্পিউটার ব্যবহার করেন এমন মানুষের সংখ্যাই হয়তো বেশি। আপনার পছন্দের সব সফটওয়্যার দিয়ে নিশ্চয়ই আপনি সাজিয়ে রাখেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারটি। কিন্তু হঠাৎ কোনো ভাইরাস বা অনাকাঙ্ক্ষিত মেলওয়্যারের আক্রমণে যদি আপনার কম্পিউটার ক্র্যাশ করে, যদি প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম পুনরায় ইন্সটল করার, তাহলে এতগুলো সফটওয়্যার আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করার কথা ভেবে ... Read more »

Views: 539 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

Acronis দিয়ে ড্রাইভ ব্যাকআপ এবং রিস্টোর করুনঃ পর্ব ২

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

এ পর্বে আমি আনাদের দেখাব কিভাবে আপনি Acronis True Image Echo Enterprise Server (with Acronis Universal Restore) 2010 Bootable Rescue Media ব্যবহার করে আপনার ব্যাকআপ নেয়া ইমেজ টিকে রিকভার করবেন। কিভাবে ইমেজ তৈরি করতে হবে, জানতে চাইলে আমার আগের পোস্টটি দেখতে পারেন।

2010-11-08_045432

১। Acronis True ... Read more »

Views: 697 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

Acronis দিয়ে ড্রাইভ ব্যাকআপ এবং রিস্টোর করুনঃ পর্ব ১

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আমরা মোটামুটি সবাই জানি ওএস ইন্সটল করা কতটা ঝামেলার কাজ। একটা কম্পিউটার যতটাই দ্রুত গতির হোক না কেন, ও এস ইন্সটলেশন থেকে শুরু করে ড্রাইভার, দরকারি সফটওয়্যার গুলো ইন্সটল করা, কম পক্ষে, দুই থেকে তিন ঘন্টার ধাক্কা।কিন্তু আপনি খুব সহজেই এ ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। আপনি আপনার রুট (যে ড্রাইভ এ উইন্ডোজ ইন্সটল করা আছে) ড্রাইভ এর একটা ইমেজ নিয়ে রাখছেন না কেন ?

2010-11-08_045432

বাজারে অনেক ধরনের ইমে ... Read more »

Views: 562 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

IM হ্যাকঃ একটি আইডি দিয়ে চ্যাট করুন সবগুলো মেসেঞ্জারে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আজকের দিনে ইন্সট্যান্ট মেসেঞ্জার আমাদের অনলাইন জীবনের অন্যতম এক অনুষঙ্গ হয়ে দাড়িয়েছে। বিনাখরচে মুহূর্তে যোগাযোগের জন্য এর সাথে আর কিছুর তুলনা হয়না। আমরা সবাই যোগাযোগের প্রয়োজনে অনেকটা বাধ্য হয়েই একাধিক মেসেঞ্জার আইডি ব্যবহার করি। বাধ্য হয়ে এজন্য বললাম যে দেখা যায় এক বন্ধু জিটক ব্যবহার করে তো সহকর্মী ব্যবহার করে ইয়াহু। তো যদি এমন হতো যে, আপনার সব বন্ধু সহকর্মী সবাইকে মাত্র একটা আইডি দিয়ে বেড়াচ্ছেন। সবাই যার যার পছন্দমত মেসেঞ্জারে আপনাকে এড করছে, আর আপনি  সবার সাথে ধুমছে চ্যাট করতেছেন। কি, মনে হচ্ছে স্বপ্ন দেখছেন! আহা কি সুখ আকাশে বাতাসে! তাহলে বলব স্বপ্ন ন ... Read more »

Views: 459 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটি কৌশল

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

সাধারনত উইন্ডোজ চালিত কম্পিউটারের গতি বাড়ানোর জন্য আমারা অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি যা অনেক সময় গতি না বাড়িয়ে উল্টো আরও গতি কমিয়ে দেয় বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। এই সমস্যার সমাধান হল কোন অ্যাডিশনাল সফটওয়্যার ব্যবহার না করেই গতি বাড়ানো।

খুব সহজেই কোন অ্যাডিশনাল সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের গতি বাড়ানো যায়। এজন্য প্রয়োজন শুধুমাত্র Notepad এবং অবশ্যই উইন্ডোজ চালিত কম্পিউটার।

প্রথমে Notepad টি Open করে শুধুমাত্র mystring=(80000000) লিখে ... Read more »

Views: 452 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

কম্পিউটিং এ নতুন মাত্রা যোগ করতে কিছু টিপস এন্ড ট্রিকস

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

কম্পিউটার তথা তথ্য প্রযুক্তিকে সফল ও সুন্দরভাবে ব্যবহার করতে চাইলে ট্রিকস-এর কোনো বিকল্প নেই। এসব টিপস-এর সাহায্যে অল্প পরিশ্রমে কঠিন কাজ করা যায়, তেমনি যায় বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে কম্পিউটিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করা। এসব ট্রিকস ব্যবহারে আপনার কম্পিউটার হয়ে উঠবে আরো অর্থবোধক, আরো কার্যকর।

ist2_3000816-happy-computing ... Read more »

Views: 604 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

ডিরেক্টরি সার্ভিস বলতে কি বোঝায়?

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আমরা যারা নেটওর্য়াকিং নিয়ে কাজ করি তাদের কাছে এই Directory Service টি বেশ পরিচিত। ডিরেক্টরি সার্ভিস হল নেটওর্য়াকের এমন একটি সার্ভিস, যে নেটওর্য়াকের সকল রিসোর্স চিহ্নিত করে এবং ঐ সকল রিসোর্স এর যাবতীয় তথ্য ব্যবহারকারির নিকট সরবরাহ করে থাকে। উদাহরণ হিসেবে বলি, আমরা যখন কম্পিউটার থেকে Share Folder এর জন্য কোন  search করি নেটওর্য়াকের মাধ্যমে তখন এই Directory Service আমাদের সামনে ঐ Share Folder টি খুজে বের করতে সাহায্য করে।

... Read more »

Views: 604 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

মজার ও প্রয়োজনীয় ৭টি ফেইসবুক স্ট্যাটাস টিপস

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ফেইসবুক কখনো কখনো কারো জন্য যোগাযোগের জন্য অত্যাবশ্যকীয় মাধ্যম আবার কখনো এটা বিরক্তকর অনুরোধ আর স্প্যামারের আক্রমন । আর ফেইসবুকে নিজের অবস্থানের উপর রয়েছে অনেকের অনেক ধরনের মার্কেটিং ঝড় ঝাপটা। আর এ সবকে একটু বুদ্ধি খাটিয়ে অনেকটা নিয়ন্ত্রন করা যায়। তাহলে শুরু হোক ফেসইবুক টিপস।

2010-06-30_015250

১. Dislike বাটন যোগ করা

... Read more »

Views: 488 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

বিরক্তিকর বন্ধুদের কাছ থেকে লুকিয়ে থাকুন ফেইসবুক চ্যাটে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ফেইসবুকে চ্যাট করাটা অনেকের কাছে নেশার মত। আবার অনেকে ফেইসবুক চ্যাটে অনেক প্রয়োজনীয় আলাপও করে থাকেন। এই চ্যাট করা নিয়ে পড়তে হয় অনেক সময় বিড়ম্বনায়। আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো এমন কিছু লোক আছে, যারা বরাবরই আপনাকে চ্যাট এ বিরক্ত করে কিন্তু তাদের লিস্ট থেকেও ডিলিট করতে পারছেন না আবার রাখতেও চাচ্ছেন না। এ সমস্যার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে চ্যাট এ তাদের কাছ থেকে লুকিয়ে থাকা। অর্থাৎ আপনি যাদের সাথে চ্যাট করতে চান, তারা আপনাকে ঠিকই অনলাইনে পাবে কিন্তু যারা চ্যাটে বিরক্ত করে, তারা আপনাকে অনলাইনে পাবে না। এ কাজটি খুব সহজেই নিচের পদ্ধতি অনুসরন করে করতে পারেন …

প্রথম ধাপঃ ... Read more »

Views: 492 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

সহজেই লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক


অনেক সময় দেখা যায় নিজের ব্যাক্তিগত কম্পিউটারটি অন্য কেউ ব্যাবহার করার প্রয়োজন হয়ে উঠে। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন, কম্পিউটারে হয়তো আপনার ব্যাক্তিগত কিছু আছে যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ড ডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।

2010-08-22_124108

... Read more »
Views: 534 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

সহজেই পরিবর্তন করুন আপনার পিসির হার্ডড্রাইভের ব্যাকগ্রাউন্ড

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

কম্পিউটার ব্যবহার করেন অথচ মাই কম্পিউটার খুলে হার্ডড্রাইভগুলোতে প্রবেশ করেন না, এমন একজন মানুষকেও  খুজে পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্ত কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের ভিতরে যেই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটি অনেকেরই অপচন্দ। তাই অনেকেই কম্পিউটারের হার্ডড্রাইভ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে মজার কোন ছবি সেট করে রাখে।  ইচ্ছে করলে আপনিও আপনার পিসির হার্ডডিস্ক ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। শুধু তাই নয় আপনি চাইলে আপনার পচন্দ অনুযায়ী যে কোন একটি ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটিংস করে নিতে পারেন।

... Read more »

Views: 473 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

উইন্ডোজ ৭ রেডীবুষ্ট দিয়ে পিসির গতি বাড়ান

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

এক্সপি থেকে সেভেন নতুন আপগ্রেড করেছেন? তাহলে আপনার পিসি তথা সবার আগে RAM যে আপগ্রেড করতে হবে সে খবর আছে? আগে তো ৫১২ মেগাবাইটেই বেশ দিন চলে যাচ্ছিল, কিন্তু এখন যে আর ১/২ গিগাবাইটের কমে চলবে না! ও ভালো কথা- RAM এর দাম কিন্তু বাড়ছেই। কি মাথা ঘুরাচ্ছে আমার কথা শুনে? তাহলে এবার একটু ঠান্ডা করি আপনাকে। RAM কিভাবে না কিনেও কাজ চালাতে পারেন সেরকম একটা উপায় বলব আপনাদের।

না আজ আর ... Read more »

Views: 468 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

আপনার উইন্ডোজ সেভেন কম্পিউটারকে গতিময় করে তুলুন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আপনারা যারা নতুন উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করেছেন মূলত তাদের জন্য এই লিখাটি। উইন্ডোজ ৭-এ এমন অনেক ফিচার আছে যা আগের কোনো অপারেটিং সিস্টেমে ছিল না। এসব নতুন অনেক ফিচার খুব সহজেই পারে আপনার কঠিন কোন কাজের ঝামেলা বাঁচাতে। এমন কিছু নতুন ফিচারের সাথেই এখন আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব আমি। আশা করি নতুন কিছু শিখতে পারবেন আপনারা এই লেখা থেকে।

এনাবেল করুন গডমোড ... Read more »

Views: 475 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

দারুন কিছু উইন্ডোজ সেভেন কিবোর্ড শর্টকাট

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ঝামেলা কমাতে এবং সময় বাঁচাতে কিবোর্ড শর্টকাট ব্যবহার করেন প্রায় সবাই। আর প্রফেশনাল কাজে মাউসের চাইতে কিবোর্ড বেশি সাচ্ছন্দময়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেনে মাইক্রোসফট পরিচয় করিয়ে দিয়েছে বহুল প্রতিক্ষীত দারুন কিছু কিবোর্ড শর্টকাট এর সাথে। সময় বাঁচানোর জন্য এগুলো আসলেই অসাধারন। সেরকম ১০টি কিবোর্ড শর্টকাট থাকছে এই পোস্টে যেগুলো সম্পর্কে হয়তো আপনি জানেন না।


নতুন ফোল্ডার তৈরি করা
... Read more »
Views: 565 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

কাজে লাগার মত কয়েকটি উইন্ডোজ সেভেন টিপস

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

উইন্ডোজ ভিস্তা ফ্লপ করার পর অনেকটা তাড়াহুড়ো করেই উইন্ডোজ সেভেন বাজারে আনে মাইক্রোসফট। খুব একটা আলোড়ন সৃস্টি করতে না পারলেও, ভালোই এগিয়ে চলেছে উইন্ডোজ সেভেন। যদিও এক্সপি এখনোও সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিসটেম। ভিস্তা বাজারে আসার পরও যারা এক্সপি ছাড়ার চিন্তা করেননি, তারা এখন আস্তে আস্তে উইন্ডোজ সেভেন এর দিকে ঝুঁকে পড়ছেন। পরিসংখ্যান থেকে জানা গেছে, বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ২৭.৫৫% পাঠক উইন্ডোজ সেভেন ব্যবহার করেন। আর তাদের জন্য আজ থাকছে কয়েকটি টিপস এন্ড ট্রিকস

... Read more »

Views: 501 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

উইন্ডোজ কম্পিউটারে পেনড্রাইভকে ব্যবহার করুন র‌্যাম হিসেবে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

র‌্যানডম এক্সেস মেমোরি বা র‌্যাম পিসির হার্ডওয়্যারের একটি অপরিহার্য এবং খুবই গুরুত্বপূর্ন অংশ। র‌্যামের স্বল্পতার কারনে সাধারনত পিসি স্লো হয়ে যায়। আপনি ইচ্ছে করলে সহজেই আপনার পেনড্রাইভ অথবা যে কোন ফ্ল্যাশ ড্রাইভকে র‌্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পিসির সার্বিক কর্মক্ষমতা এবং গতি কিছুটা হলেও বাড়বে।

mickey-mouse-usb-flash-drive ... Read more »

Views: 467 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

মোবাইল ফোন আবিস্কার এবং ব্যবহারের ইতিহাস

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

মোবাইল ফোন, সেলফোন, মুঠোফোন বা সেলুলার ফোন যা-ই বলেননা কেন, এটা যে আমাদের জীবনের কতটা যায়গা দখল করে নিয়েছে সেটা বুঝতে পারবেন যদি একটা মাত্র দিন জিনিসটাকে হাত থেকে দূরে রাখেন। অথচ আমরা অনেকেই এর ইতিহাস সমন্ধে যথেষ্ট জানিনা। আবিস্কারকের নাম বলতে পারেন এমন লোকের সংখ্যাও দেখেছি অনেক কম। আসুন জেনে নিই মোবাইল ফোণ আবিস্কার সম্পর্কিত কিছু তথ্য।

প্রথম Cave Radio ধারণার উদ ... Read more »

Views: 521 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

উইন্ডোজের জানা-অজানা কিছু কীবোর্ড শর্টকাট

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

কীবোর্ড শর্টকার্ট আমরা সবাই কমবেশি ব্যবহার করে থাকি। মাউস দিয়ে কাজ করার চাইতে বেশিরভাগ ক্ষেত্রে কীবোর্ড দিয়ে দ্রুত কাজ করা যায়। আমরা সবাই মোটামুটি কিছু না কিছু কীবোর্ড শর্টকার্ট জানি। এখানে আমার জানা প্রায় সবগুলো শর্টকার্ট দিলাম। দেখুন তো জানতেন কিনা?

no_keyboard3

o F1: সাহায্য (Help)

o CTRL+ESC: Start menu চালু

... Read more »

Views: 473 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

মানুষের বিধ্বংসী ১০টি আচরনের কারন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

অন্যান্য প্রানীদের তুলনায় মানুষের মাঝে এমন কিছু আচরন বিদ্যমান রয়েছে যা মানুষের জন্যই ক্ষতিকর। মানুষের মধ্যেই লুকিয়ে থাকা এসব নেতিবাচক এবং ধ্বংসাত্বক প্রবৃত্তির জন্য কে দায়ী আর মানুষের মধ্যে ভালো এবং খারাপের এই সহাবস্থান কেনো সেই অজানা তথ্যই বের করতে পেরেছেন গবেষকরা। গবেষকদের দেয়া তথ্য নিয়ে সম্প্রতি মানুষের ধ্বংসাত্মক কাজের পেছনে লুকানো গোপন সেই শত্রুর পরিচয় প্রকাশ করেছে লাইভ সায়েন্স অনলাইন । মানুষের ধ্বংসাত্মক সেই ১০ টি আচরণ নিয়েই এই পোস্ট।

... Read more »

Views: 535 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

নতুন আরেক পৃথিবী ৪২ আলোক বর্ষ দূরে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

নতূন আরেকটি গ্রহ পাওয়া গিয়েছে। মহাবিশ্বে আমাদের এই পৃথিবীর মত দেখতে এই গ্রহ টি খুজে পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিদেরা। এই গ্রহ টি আকারে পৃথিবীর চেয়ে বড় বলে, তাঁরা জানিয়েছেন। তাঁরা আরো জানিয়েছেন এটি ইউরেনাস ও নেপচুনের চেয়ে ছোট। এর ভূ-পৃষ্ঠের বেশির ভাগ অংশ পানি এবং কিছু অংশ ভূমি রয়েছে। কিছু দিন আগে বিজ্ঞান বিষয়ক পত্রিকা/সাময়িকী "নেচার”-এ প্রকাশিত একটি গবেশনা পত্রে এ কথা জানানো হয়।

... Read more »

Views: 445 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

মানব শরীরের কিছু মজার তথ্য

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

মানুষ হল সৃষ্টির সেরা জীব। কারন আল্লাহ তা’আলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেইভাবে অন্য কোন জীবকে সৃষ্টি করেন নি। মানুষ যখনই তার নিজেকে নিয়ে কোন চিন্তা ভাবনা বা গবেষণা করে তখনই খুজে পায় মানব সৃষ্টির নতুন নতুন বিস্ময়কর অনেক তথ্য। আল্লাহ তা’আলা মানুষকে কত না উত্তমরুপে সৃষ্টি করেছেন যা মানুষ ভাবতেই পারে না। যাই হোক এই পোষ্টটি থেকে আমরা জানবো মানবসম্বন্ধীয় মজার কিছু তথ্য।

... Read more »

Views: 474 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ১০টি প্রানী

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

এই পৃথিবীতে সকল প্রানীরই কোন না কোন অবদান রয়েছে। এর মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ। মহান আল্লাহ এর সৃষ্টি এই সকল প্রানীর মধ্যে বিপজ্জনক প্রানীর সংখ্যাও কম নয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি প্রানির মধ্যে সবার আগে আসা উচিত মানুষের নাম। কারন এর চেয়ে বিপজ্জনক আর কিছু পৃথিবীতে নেই। তবুও মানুষকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি :) এখানে প্রানীগুলোকে ক্রমানুসারে ভাগ করা হয়েছে কতটি দূর্ঘটনা বা মৃত্যু এর দ্বারা ঘটে থাকে তার উপর নির্ভর করে। তাই কিছু বিপজ্জনক প্রানী অন্য কম বিপজ্জনক প্রানী থেকে ... Read more »

Views: 633 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

পৃথিবী বদলে দিতে চাওয়া একজন বাঙ্গালী, সালমান খান

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

চাইলেই কি পৃথিবী বদলে দেয়া যায়? অধিকাংশেরই উত্তর হবে হয়ত বদলানো যায়, তবে এরজন্য প্রয়োজন বিশ্বব্যাপি বদলে দেয়ার ঐক্য এবং সবার প্রচেষ্টা। একজনের একার পক্ষে পৃথিবী বদলানো কোনভাবেই সম্ভব নয়। তবে একজন কিন্তু পৃথিবীকে ঠিক ই বদলে দেয়ার চেষ্টা করেছেন। পুরো পৃথিবীটাকে বদলাতে না পারলেও অন্তত শিক্ষা ব্যবস্থাকে বদলানোর ‘আইডিয়া’ করেছেন তিনি। বদলে দেয়ার জন্য তিনি যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনার যথাযথ স্বীকৃতিও পেয়েছেন এবার।

... Read more »

Views: 685 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

১ থেকে ৯ পর্যন্ত অংক ব্যবহার করে ১০০ তৈরি

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

১ থেকে ৯ পর্যন্ত অংকগুলিকে একবার মাত্র ব্যবহার করে ১০০ তৈরি করার চেষ্ঠা করেনি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। যারা চেষ্টা করে সমাধান পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আর যারা চেস্টা করেও সমাধান পাননি, তাদের হতাশ হবার কিছু নেই। আমার এই পোস্টে চোখ বুলিয়ে দেখতে পারেন।

2010-11-11_141023

১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০

... Read more »

Views: 493 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

দ্রুত গণিতের কিছু কৌশলঃ ১ম পর্ব

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

যদি আপনাকে প্রশ্ন করি ১১১১১১ বা ছয়টি ১ এর বর্গ কত? ক্যালকুলেটার ছাড়া উত্তর দিতে কতক্ষণ লাগবে? বিশেষ কোন পদ্ধতি অবলম্বন না করলে হয়ত বেশ সময় লাগবে। তবে আমি আপনাকে খুবই সহজ একটি উপায় বাতলে দিতে পারি, যার সাহায্যে ক্যালকুলেটার ছাড়াই ঝটপট এর উত্তর বলে দিতে পারবেন।

2011-01-02_165149

প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এব ... Read more »

Views: 490 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

ফাইল বা ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুন সফটওয়্যার ছাড়াই!

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

বিভিন্ন ফাইল বা ফোল্ডারের নিরাপত্তার জন্য ব্যক্তিগত কিংবা অফিসের কম্পিউটারে অনেকেই পাসওয়ার্ড দিয়ে রাখেন। এজন্য বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে দেখা যায় যার বেশিরভাগই ফ্রি নয়। অপরদিকে এগুলো ব্যবহার করাও বেশ ঝামেলার ও ব্যয়বহুল। আবার কিছু কিছু সফটওয়্যারের মাঝে নিরপত্তা ত্রুটিও দেখা যায় ফলে অনেকসময় সফটওয়্যারগুলো নিরপত্তা দেয়ার বদলে উল্টো নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাও কম শোনা যায় না।

... Read more »

Views: 458 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

যেভাবে ডিলিট করবেন আনডিলিটেবল ফাইল

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার ব্যবহারকারীদের কিছু কমন সমস্যায় প্রায় নিয়মিতই পড়তে হয়। যেমনঃ কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, স্টার্টআপে অত্যধিক সময় নেয়া, ফাইল রেসপন্স না করা ইত্যাদি। আজ আমরা আলোচনা করবো আনরেসপনসিভ ফাইল মুছে ফেলার পদ্ধতি নিয়ে।

অনেক সময়ই বিভিন্ন সফটওয়্যার বা অতি সাধারণ ফাইল আনরেসপনসিভ হয়ে পড়ে। ফলে দেখা যায় যে, আপনি সেটিকে কোনোভাবেই মুছে ফেলতে পারেন না। ডিলিট করতে গেলেই মেসেজ বক্স আসে যাতে লেখা থাকে যে, এই ফাইলটি ব্যবহৃত হচ্ছে এবং এই মুহুর্তে ডিলিট করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি নিম্নোক্ত উপায়গুলো অবলম্বন করতে ... Read more »

Views: 469 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)

ডিরেক্টরি সার্ভিস বলতে কি বোঝায়? 

তারিখঃ ০৮/০১/২০১১

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আমরা যারা নেটওর্য়াকিং নিয়ে কাজ করি তাদের কাছে এই Directory Service টি বেশ পরিচিত। ডিরেক্টরি সার্ভিস হল নেটওর্য়াকের এমন একটি সার্ভিস, যে নেটওর্য়াকের সকল রিসোর্স চিহ্নিত করে এবং ঐ সকল রিসোর্স এর যাবতীয় তথ্য ব্যবহারকারির নিকট সরবরাহ করে থাকে। উদাহরণ হিসেবে বলি, আমরা যখন কম্পিউটার থেকে Share Folder এর জন্য কোন  search করি নেটওর্য়াকের মাধ্যমে তখন এই Directory Service আমাদের সামনে ঐ Share Folder টি খুজে বের করতে সাহায্য করে।

... Read more »

Views: 550 | Added by: zazafee | Date: 2011-01-08 | Comments (0)