Home » 2011 » March » 16 » BCS Bangla
11:16 PM
BCS Bangla
  • ১. ব্যাকরণিক চিহ্ন কোনটি?

  • A)  ?
  • B)  !
  • C)  ।
  • D)  .
  •  
  • ২. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?

  • A)  অগ্রপথিক
  • B)  প্রলয়োল্লাস
  • C)  বিদ্রোহী
  • D)  ধূমকেতু
  •  
  • ৩. ‘মাছের আঁশ’ এর সমার্থক শব্দ হলো—

  • A)  শকল
  • B)  বানি
  • C)  আপন
  • D)  খোল
  •  
  • ৪. উপসর্গ কোনটি?

  • A)  অতি
  • B)  থেকে
  • C)  চেয়ে
  • D)  দ্বারা
  •  
  • ৫. সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?

  • A)  ২০টি
  • B)  ১৭টি
  • C)  ৭টি
  • D)  ১৮টি
  •  
  • ৬. অযোগবাহী বর্ণ কোনটি?

  • A)  হ
  • B)  ং
  • C)  র
  • D)  ল
  •  
  • ৭. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

  • A)  অগ্নিসাক্ষী
  • B)  আরেক ফাল্গুন
  • C)  মৃত্যুক্ষুধা
  • D)  একরাত্রী
  •  
  • ৮. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • A)  আলাওল
  • B)  ফকীর গরীবুল্লাহ
  • C)  সৈয়দ হামজা
  • D)  রেজাউদ্দৌলা
  •  
  • ৯. ‘সোনার তরী’ কবিতায় কোন চরণটি একাধিকবার ব্যবহূত হয়েছে?

  • A)  কূলে একা বসে আছি নাহি ভরসা
  • B)  একখানি ছোট ক্ষেত আমি একেলা
  • C)  দেখে যেন মনে হয় চিনি উহারে
  • D)  এতকাল নদী কূলে
  •  
  • ১০. ‘শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্বেচ্ছাদেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই।’—উদ্ধৃতাংশটির রচয়িতা কে?

  • A)  বেগম রোকেয়া
  • B)  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
  • C)  সুফিয়া কামাল
  • D)  রবীন্দ্রনাথ ঠাকুর
  •  
  • ১১. মঙ্গল যুগের সর্বশেষ কবি কে?

  • A)  বিজয়গুপ্ত
  • B)  ভারতচন্দ্র রায় গুণাকর
  • C)  মুকুন্দরাম চক্রবর্তী
  • D)  কানাহরি দত্ত
  •  
  • ১২. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

  • A)  বসন্ত কুমারী
  • B)  আয়না
  • C)  মেঘনাদ বধ কাব্য
  • D)  রক্তকরবী
  •  
  • ১৩. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি কে?

  • A)  শাহ মোহাম্মদ সগীর
  • B)  শেখ ফয়জুল্লাহ
  • C)  মুহম্মদ কবীর
  • D)  জসীমউদ্দীন
  •  
  • ১৪. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়?

  • A)  ১৯৫১
  • B)  ১৯৬১
  • C)  ১৯৭১
  • D)  ১৯৮১
  •  
  • ১৫. নিচের শব্দগুলোর মধ্যে কোন দুটি বানানই শুদ্ধ?

  • A)  হাতি/হাতী
  • B)  নারি/নারী
  • C)  জাতি/জাতী
  • D)  দাদি/দাদী
  •  
  • ১৬. বাক্যালংকার অব্যয় অন্য কী নামে পরিচিত?

  • A)  অনুকার অব্যয়
  • B)  অনম্বয়ী অব্যয়
  • C)  সমুচ্চায়ী অব্যয়
  • D)  সংযোজক অব্যয়
  •  
  • ১৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?

  • A)  কাজী নজরুল ইসলাম
  • B)  আলতাফ মাহমুদ
  • C)  হাসান হাফিজুর রহমান
  • D)  আব্দুল গাফ্ফার চৌধুরী
  •  
  • ১৮. ‘এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি’-এর রচয়িতা কে?

  • A)  জহির রায়হান
  • B)  কবীর চৌধুরী
  • C)  মাহবুব আলম চৌধুরী
  • D)  সত্যেন সেন
  •  
  • ১৯. রূপসী বাংলার কবি বলা হয় কাকে?

  • A)  কালিদাস রায়
  • B)  দাউদ হায়দার
  • C)  জীবনানন্দ দাশ
  • D)  সত্যেন্দ্রনাথ দত্ত
  •  
  • ২০. মাইকেল মধুসূদন দত্তের কোন সৃষ্টিগুণ চিরস্মরণীয়?

  • A)  গীতিকাব্য
  • B)  ছোটগল্প
  • C)  অমিত্রাক্ষর ছন্দ
  • D)  অসাধারণ প্রতিভা
  •  
Views: 556 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: