২. ‘অগ্নিবীণা’
কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?
A) অগ্রপথিক
B) প্রলয়োল্লাস
C) বিদ্রোহী
D) ধূমকেতু
৩. ‘মাছের আঁশ’
এর সমার্থক শব্দ হলো—
A) শকল
B) বানি
C) আপন
D) খোল
৪. উপসর্গ কোনটি?
A) অতি
B) থেকে
C) চেয়ে
D) দ্বারা
৫. সংস্কৃত
উপসর্গের সংখ্যা কয়টি?
A) ২০টি
B) ১৭টি
C) ৭টি
D) ১৮টি
৬. অযোগবাহী বর্ণ
কোনটি?
A) হ
B) ং
C) র
D) ল
৭. ভাষা
আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
A) অগ্নিসাক্ষী
B) আরেক ফাল্গুন
C) মৃত্যুক্ষুধা
D) একরাত্রী
৮. ‘আমীর হামজা’
কাব্য রচনা করেন কে?
A) আলাওল
B) ফকীর গরীবুল্লাহ
C) সৈয়দ হামজা
D) রেজাউদ্দৌলা
৯. ‘সোনার তরী’
কবিতায় কোন চরণটি একাধিকবার ব্যবহূত হয়েছে?
A) কূলে একা বসে আছি নাহি ভরসা
B) একখানি ছোট ক্ষেত আমি একেলা
C) দেখে যেন মনে হয় চিনি উহারে
D) এতকাল নদী কূলে
১০. ‘শুনিয়াছি
নাকি বিলাত প্রভৃতি স্বেচ্ছাদেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে,
স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে
নাই।’—উদ্ধৃতাংশটির রচয়িতা কে?
A) বেগম রোকেয়া
B) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
C) সুফিয়া কামাল
D) রবীন্দ্রনাথ ঠাকুর
১১. মঙ্গল যুগের
সর্বশেষ কবি কে?
A) বিজয়গুপ্ত
B) ভারতচন্দ্র রায় গুণাকর
C) মুকুন্দরাম চক্রবর্তী
D) কানাহরি দত্ত
১২. বাংলা
সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
A) বসন্ত কুমারী
B) আয়না
C) মেঘনাদ বধ কাব্য
D) রক্তকরবী
১৩. বাংলা
সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি কে?
A) শাহ মোহাম্মদ সগীর
B) শেখ ফয়জুল্লাহ
C) মুহম্মদ কবীর
D) জসীমউদ্দীন
১৪. কোন সালে
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়?