আমাদের পৃথিবীর সবচেয়ে দামী হলো আমাদের শিশু কিশোরেরা। তারাই একদিন আমাদের সমাজের পরিচালক হয়ে উঠবে। এই পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো শিশুদের হাসি। প্রতিটি শিশুই সুন্দর কেবল সুন্দর চোখের অভাবে হয়তো আমরা অনেকেই তা দেখতে পাইনা। আমাদের হৃদয় আজ মরুভূমির মত। সেখানে নেই ভালবাসা,মমতা। তাই যদি না হতো তবে আমাদের এই পৃথিবীতে শিশু নামের সদ্য প্রষ্ফুটিত ফুলটি অকালে ঝরে যেত না। রাস্তায় রাস্তায় আজ দেখা যায় ছোট ছোট শিশু কিশোরেরা ঘুরে বেড়াচ্ছে। কারো জন্মই হয়েছে রাস্তায় আবার কেউ কেউ জন্মের পর রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। এমনটি কেন হচ্ছে। এই পৃথিবীতে সব চেয়ে সুন্দর ভাবে বেচে থাকার অধিকারতো আগে পাবে আমাদের শিশুরা।কোন শিশুর মুখেই যেন কোন দিন মলিনতা এসে ভর না করে সেটা দেখার দায়িত্ব আমাদের। কেন আমাদের শিশু কিশোরেরা মনমরা হয়ে থাকবে। কেন তারা অধিকার বঞ্চিত হবে। আমরা এক বেলা খেলে তাদেরকেও তা দিতে হবে। আমরা ভাল কাপড় পরলে তাদেরকেও তা পরাতে হবে। বলা হয়ে থাকে দশের লাঠি একের বোঝা। আমরা সবাই মিলে চেষ্টা করলেই এই পৃথিবীর প্রতিটি শিশুর মূখে হাসি ফোটাতে পারি। ফিলিস্তিনের শিশুরা ঘুমোতে পারেনা। চেচনিয়া বসনিয়া কাশ্মিরের শিশুরা হারিয়ে ফেলেছে তাদের সুখ। ওই চির তরুন চির সবুজ মুখটা এখন কালো হয়ে গেছে। আমরা কি পারিনা এই পৃথিবীটাকে আমাদের শিশুদের জন্য সুন্দর করে সাজাতে। সব ধরনের হানাহানি মারামারি এবং বিবাদ থেকে আমাদের শিশুদের সবাইকে নিরাপদে রাখি। প্রতিটি শিশুকে তার অধিকার দিতে হবে। শিশুরাই পৃথিবীর সবচেয়ে দামি এ কথা উপলব্ধি করতে হবে।

আসুন আমরা সবাই ছোটদের বন্ধু হই।ছোটদের ভালবাসি এবং ছোটদের মূখের দিকে চেয়ে ওদের জন্য কিছু করি।

যে বয়সে ওর স্কুলে যাবার কথা ছিল সে বয়সে ও কি করছে! এটার জন্য দায়ি আমরাই। সমাজে নিজেদের বড় বলে পরিচয় দিই। অথচ আমরা ভিতরে ভিতরে এতটাই নিচ যে এইটুকু ছোট্ট বাচ্চাকে দিয়েও আমরা হাড় খাটুনি খাটাই। আমাদের ভিতরের মানবতা মরে গেছে এবং আমরা এখন আর মানুষ নেই। এই পৃথিবীতে একটা শিশু জন্ম নিচ্ছে আর তার ওপর আমরা চাপিয়ে দিচ্ছি বিভিন্ন বোঝা। ওদেরতো কোন দোষ ছিলনা। ওদের জন্মতো আমাদের মাধ্যমেই হয়েছে। তাহলে ওদের এই পরিণতির জন্যতো আমরাই দায়ি। আর কোন ছোট্ট শিশু কিশোর কোন পরিশ্রমের কাজ করুক এটা আমরা চাইনা। আসুন এসব প্রতিহত করি এবং শিশুদোর/ছোটদের ভালবাসি। যারা ছোটদের ভালবাসতে পারেনা তারা মানুষ নয় তারা মানুষ নামে পাষন্ড।

ছোটদের বন্ধু
এস এম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
ইমেইলঃ chotoderbondhu@gmail.com
chotoderbondhu@yahoo.com
chotoderbondhu@hotmail.com
chotoderbondhu@live.com