Home » 2011 » March » 16 » BCS Bangla
11:33 PM
BCS Bangla
  • ১. প্রমথ চৌধুরী সম্পাদিত সুবিখ্যাত পত্রিকা কোনটি?

  • A)  সমকাল
  • B)  কল্লোল
  • C)  এলান
  • D)  সবুজপাত্র
  •  
  • ২. ‘হাত আসা’ অর্থ কী?

  • A)  আয়ত্ত্বে আনা
  • B)  প্রভাব
  • C)  দক্ষতা
  • D)  হস্তচ্যুত
  •  
  • ৩. ‘সনেট সংকলন’-কার রচনা?

  • A)  ফররুখ আহমদ
  • B)  মাইকেল মধুসূদন দত্ত
  • C)  আহসান হাবীব
  • D)  অমিয় চক্রবর্তী
  •  
  • ৪. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • A)  হিম
  • B)  শীতল
  • C)  শৈত্য
  • D)  উত্তাপ
  •  
  • ৫. কোনটি ঐতিহাসিক নাটক?

  • A)  শর্মিষ্ঠা
  • B)  রাজসিংহ
  • C)  পলাশীর যুদ্ধ
  • D)  রক্তাক্ত প্রান্তর
  •  
  • ৬. কোন বানানটি শুদ্ধ?

  • A)  দ্বন্দ
  • B)  দন্দ
  • C)  দ্বন্দ্ব
  • D)  দন্ধ
  •  
  • ৭. ‘এবং’, ‘ও’, ‘আর’ অব্যয়গুলোর নাম কী?

  • A)  সমুচ্চয়ী অব্যয়
  • B)  অনন্বয়ী অব্যয়
  • C)  অনুকার অব্যয়
  • D)  অনুসর্গ অব্যয়
  •  
  • ৮. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলা হয়?

  • A)  কর্তৃ কারক
  • B)  কর্ম কারক
  • C)  করণ কারক
  • D)  অপাদান কারক
  •  
  • ৯. ‘শকুন্তলা’ প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?

  • A)  ১৮৫৫
  • B)  ১৮৫৪
  • C)  ১৭৫৫
  • D)  ১৮৫১
  •  
  • ১০. ‘বৈরাগ্য সাধনে—সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করো।

  • A)  আশ্বাস
  • B)  বিশ্বাস
  • C)  মুক্তি
  • D)  আনন্দ
  •  
  • ১১. বিধেয় বিশেষণ বাক্যের কোথায় ব্যবহূত হয়?

  • A)  বিশেষ্যর পূর্বে
  • B)  বিশেষ্যর পরে
  • C)  বিশেষণের পূর্বে
  • D)  বিশেষণের পরে
  •  
  • ১২. কোন উপন্যাসের জন্য শওকত ওসমান আদমজী পুরস্কার পান?

  • A)  জননী
  • B)  মৃত্যুক্ষুধা
  • C)  বনী আদম
  • D)  ক্রীতদাসের হাসি
  •  
  • ১৩. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

  • A)  সভ্যতা ও সংস্কৃতি
  • B)  সংস্কৃতির ভাষাসেতু
  • C)  সভ্যতার সংকট
  • D)  আধুনিক সভ্যতা
  •  
  • ১৪. কোনটি ব্যবসায়িক পত্র?

  • A)  ম্যানেজার পদের জন্য আবেদন
  • B)  সবুজ বিপ্লবের তাৎপর্য জানিয়ে বন্ধুকে
  • C)  দূষণমুক্ত পরিবেশ শীর্ষক প্রতিবেদন।
  • D)  হারানো মালের জন্য ক্ষতিপূরণ চেয়ে আবে�
  •  
  • ১৫. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থের রচয়িতা কে?

  • A)  আশুতোষ ভট্টাচার্য
  • B)  আহমদ শরীফ
  • C)  ওয়াকিল আহমদ
  • D)  রাধারমণ মিত্র
  •  
  • ১৬. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • A)  আলাওল
  • B)  ফকীর গরীবুল্লাহ
  • C)  সৈয়দ হামজা
  • D)  রেজাউদ্দৌলা
  •  
  • ১৭. ‘হরিহর আত্মা’ অর্থ কী?

  • A)  বন্ধুত্ব
  • B)  শত্রুতা
  • C)  অন্তরঙ্গ বন্ধুত্ব
  • D)  ঘোর শত্রুতা
  •  
  • ১৮. ধর্মমঙ্গলের আদি কবি কে?

  • A)  বাণভট্ট
  • B)  সীতারাম দাস
  • C)  ময়ূর ভট্ট
  • D)  মানিক গাঙ্গুলি
  •  
  • ১৯. বাংলালিপির উৎস কী?

  • A)  চীনা লিপি
  • B)  ব্রাহ্মীলিপি
  • C)  আরবিলিপি
  • D)  সংস্কৃতলিপি
  •  
  • ২০. ‘এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি’-এর রচয়িতা কে?

  • A)  জহির রায়হান
  • B)  কবীর চৌধুরী
  • C)  মাহবুব আলম চৌধুরী
  • D)  সত্যেন সেন
  •  
Views: 544 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: