Home » 2011 » March » 16 » BCS Bangla
11:40 PM
BCS Bangla
  • ১. বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কী?

  • A)  চর্যাপদ
  • B)  শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
  • C)  মঙ্গল কাব্য
  • D)  কোনোটাই নয়
  •  
  • ২. ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে-পরের পংক্তি কোনটি?

  • A)  গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
  • B)  দেখে যেন মনে হয় চিনি উহারে।
  • C)  ভরা নদী ক্ষুরধারা।
  • D)  চারিদিকে বাঁকাজল করিছে খেলা
  •  
  • ৩. ‘হের-ঐ দুয়ারে দাঁড়িয়ে কে’। এ বাক্যে ‘হের’ ধাতুটি—

  • A)  বাংলা ভাষার ধাতু
  • B)  বিদেশাগত ধাতু
  • C)  অজ্ঞাতমূল ধাতু
  • D)  মৌলিক ধাতু
  •  
  • ৪. কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়?

  • A)  কে
  • B)  এর
  • C)  য়
  • D)  রা
  •  
  • ৫. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • A)  আলাওল
  • B)  ফকীর গরীবুল্লাহ
  • C)  সৈয়দ হামজা
  • D)  রেজাউদ্দৌলা
  •  
  • ৬. ‘সহমরণ’ -প্রসঙ্গ কোন রচনার অন্তর্ভুক্ত?

  • A)  অর্ধাঙ্গী
  • B)  বিলাসী
  • C)  হৈমন্তী
  • D)  সৌদামিনী মালো
  •  
  • ৭. অযোগবাহী বর্ণ কোনটি?

  • A)  হ
  • B)  ং
  • C)  র
  • D)  ল
  •  
  • ৮. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’—উক্তিটি কার?

  • A)  কামিনী রায়
  • B)  ভারত চন্দ্র রায়
  • C)  মদনমোহন তর্কালংকার
  • D)  মুকুন্দরাম চক্রবর্তী
  •  
  • ৯. কোনটি শুদ্ধ?

  • A)  সৌজন্ন
  • B)  সৌজন্নতা
  • C)  সৌজন্য
  • D)  সৌজন্যতা
  •  
  • ১০. প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

  • A)  জগৎ মোহিনী
  • B)  বসন্তকুমারী
  • C)  আয়না
  • D)  মোহিনী প্রেমদাস
  •  
  • ১১. তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি-কী জাতীয় বাক্য—

  • A)  সরল
  • B)  জটিল
  • C)  যৌগিক
  • D)  মিশ্র
  •  
  • ১২. ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি?

  • A)  ৫টি
  • B)  ৬টি
  • C)  ৭টি
  • D)  ৩টি
  •  
  • ১৩. ‘বৈরাগ্য সাধনে—সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করো।

  • A)  আশ্বাস
  • B)  বিশ্বাস
  • C)  মুক্তি
  • D)  আনন্দ
  •  
  • ১৪. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা কে?

  • A)  মো. আব্দুল হাই
  • B)  মওলানা আকরাম খাঁ
  • C)  শওকত ওসমান
  • D)  জসিমউদ্দীন
  •  
  • ১৫. যৌগিক স্বরধ্বনি কয়টি?

  • A)  ৫টি
  • B)  ৪টি
  • C)  ৩টি
  • D)  ২টি
  •  
  • ১৬. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ কি?

  • A)  বুদ্ধিমান
  • B)  মননশীল
  • C)  বুদ্ধিজীবী
  • D)  মেধাবী
  •  
  • ১৭. ‘ভিখু’ চরিত্রের রূপকার কে?

  • A)  মানিক বন্দ্যোপাধ্যায়
  • B)  ওয়ালীউল্লাহ
  • C)  সুবোধ ঘোষ
  • D)  প্রেমেন্দ্র মিত্র
  •  
  • ১৮. কোনটি শুদ্ধ বাক্য?

  • A)  একটা গোপনে কথা বলি
  • B)  একটা গুপ্ত কথা বলি
  • C)  একটি গোপন কথা বলি
  • D)  একটা গোপনীয় কথা বলি
  •  
  • ১৯. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?

  • A)  কর্মকারকে সপ্তমী বিভক্তি
  • B)  অপাদান কারকে সপ্তমী বিভক্তি
  • C)  করণ কারকে সপ্তমী বিভক্তি
  • D)  অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
  •  
  • ২০. পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?

  • A)  আনারস
  • B)  আলমারি
  • C)  গুদাম
  • D)  চাহিদা
  •  
Views: 683 | Added by: zazafee | Rating: 2.0/1
Total comments: 0
Name *:
Email *:
Code *: