Home » 2011 » March » 16 » BCS Bangla
11:44 PM
BCS Bangla
  • ১. ‘হেলেনা’ কাব্যের রচয়িতা কে?

  • A)  হোমার
  • B)  আনন্দ মিত্র
  • C)  ভার্জিল
  • D)  মিল্টন
  •  
  • ২. বাংলায় কোরআন শরিফের প্রথম অনুবাদক কে?

  • A)  নবীন চন্দ্র সেন
  • B)  মওলানা আকরাম খাঁ
  • C)  গিরিশ চন্দ্র সেন
  • D)  মুহম্মদ হাবিবুর রহমান
  •  
  • ৩. কোনটি ঐতিহাসিক নাটক?

  • A)  শর্মিষ্ঠা
  • B)  রাজসিংহ
  • C)  পলাশীর যুদ্ধ
  • D)  রক্তাক্ত প্রান্তর
  •  
  • ৪. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?

  • A)  ইউসুফ জুলেখা
  • B)  রসুল বিজয়
  • C)  নূরনামা
  • D)  শবেমেরাজ
  •  
  • ৫. কোন প্রবচন বাক্যটি ব্যবহারিক দিক থেকে সঠিক?

  • A)  অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • B)  নাচতে না জানলে উঠান ভাঙা
  • C)  যত গর্জে তত বর্ষে না
  • D)  যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
  •  
  • ৬. কোন ভাষার রীতির পরিবর্তনশীল?

  • A)  চলিত
  • B)  সাধু
  • C)  আঞ্চলিক
  • D)  সংস্কৃত
  •  
  • ৭. ‘মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা’-এর রচয়িতা কে?

  • A)  রামনিধি গুপ্ত
  • B)  শাহ মুহম্মদ সগীর
  • C)  সত্যেন্দ্রনাথ দত্ত
  • D)  অতুল প্রসাদ সেন
  •  
  • ৮. পত্রের বিবরণ কেমন হওয়া উচিত?

  • A)  জ্ঞানগর্ভ
  • B)  চাতুর্যপূর্ণ
  • C)  স্বয়ংসম্পূর্ণ
  • D)  সংক্ষিপ্ত
  •  
  • ৯. কবিগান রচয়িতা এবং গায়ক ছিলেন কে?

  • A)  রামরাম বসু
  • B)  রামপ্রসাদ রায়
  • C)  আলাওল
  • D)  ভারত চন্দ্র
  •  
  • ১০. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

  • A)  আলওল
  • B)  ফকীর গরীবুল্লাহ
  • C)  সৈয়দ আমজা
  • D)  মজনু শাহ
  •  
  • ১১. নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

  • A)  সন্ধি
  • B)  প্রত্যয়
  • C)  উপসর্গ
  • D)  কোনোটাই না
  •  
  • ১২. ‘.... হন্তারক বারুদে বন্দুকে মুর্ছিত-মৃতের দেহ বিদ্ধ করে হত্যা-ব্যবসায়ী। -কবি ‘হত্যা ব্যবসায়ী’ বলেছেন কাকে?

  • A)  রাজাকার
  • B)  আলবদর
  • C)  পাক হানাদার
  • D)  আল শামস
  •  
  • ১৩. ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কী হবে?

  • A)  অপূর্ব
  • B)  অদৃষ্টপূর্ব
  • C)  অভূতপূর্ব
  • D)  ভূতপূর্ব
  •  
  • ১৪. ‘বাতুলতা’ অর্থ কী?

  • A)  বেশি কথা বলা
  • B)  বাতিল
  • C)  অপ্রয়োজনীয়
  • D)  পাগলামি।
  •  
  • ১৫. ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্য কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?

  • A)  চলতি
  • B)  বাংলা
  • C)  সাধু
  • D)  সংস্কৃতি
  •  
  • ১৬. কোন বানানটি শুদ্ধ?

  • A)  পাসান
  • B)  পাশান
  • C)  পাষাণ
  • D)  পাষান
  •  
  • ১৭. A Language never stands still-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?

  • A)  ভাষা নিজে কখনো সমৃদ্ধ নয়।
  • B)  ভাষা গতিশীল নয়।
  • C)  ভাষা একা এগিয়ে যেতে পারে না।
  • D)  ভাষা কখনো থেমে থাকে না।
  •  
  • ১৮. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’—এটি কোন ধরনের বাক্য?

  • A)  সরল
  • B)  জটিল
  • C)  যৌগিক
  • D)  বিযুক্ত বাক্য
  •  
  • ১৯. আত্নবাচক সর্বনাম নিচের কোনটি?

  • A)  কে
  • B)  ইনি
  • C)  আমি
  • D)  স্বয়ং
  •  
  • ২০. অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে পারে?

  • A)  প্রাঞ্জলতা ও কাঠিন্য
  • B)  সৌকর্য ও গাম্ভীর্যতা
  • C)  সহজবোধ্যতা ও পাণ্ডিত্য
  • D)  মৌলিকতা ও প্রাঞ্জলতা
  •  
Views: 578 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: