Home » 2011 » March » 16 » BCS Bangla
11:51 PM
BCS Bangla
  • ১. ব্যক্তিগত চিঠির মঙ্গলসূচক শব্দটি কীসের ভিত্তিতে ভিন্নতা পায়?

  • A)  ধর্মের ভিত্তিতে
  • B)  প্রাপক ও প্রেরকের সম্পর্কের ভিত্তিতে
  • C)  সামাজিকতার ভিত্তিতে
  • D)  সৌজন্যবোধের ভিত্তিতে
  •  
  • ২. অনুবাদ মূলত দুই শ্রেণীতে বিভক্ত, শ্রেণী দুটি কী কী?

  • A)  ভাষান্তরিত ও ভাবগত
  • B)  ইংরেজি ও বাংলা
  • C)  ভাবানুবাদ ও আক্ষরিক
  • D)  চিন্তনীয় ও বর্ণনামূলক
  •  
  • ৩. ‘শান্তিপুরের কবি’ বলা হয় কাকে?

  • A)  বিহারীলাল চক্রবর্তীকে
  • B)  মোজাম্মেল হককে
  • C)  রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • D)  স্বর্ণকুমারী দেবীকে
  •  
  • ৪. ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?

  • A)  দ্বিজ কানাই
  • B)  মনসুর বয়াতি
  • C)  নয়নচাঁদ ঘোষ
  • D)  ফকীর গরীবুল্লাহ
  •  
  • ৫. ‘স্বরবৃত্ত’ ছন্দের অপর নাম কী?

  • A)  স্বরন্ত
  • B)  লৌকিক ছন্দ
  • C)  লোক ছন্দ
  • D)  সাধারণ ছন্দ
  •  
  • ৬. অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে পারে?

  • A)  প্রাঞ্জলতা ও কাঠিন্য
  • B)  সৌকর্য ও গাম্ভীর্যতা
  • C)  সহজবোধ্যতা ও পাণ্ডিত্য
  • D)  মৌলিকতা ও প্রাঞ্জলতা
  •  
  • ৭. কোন বাক্যটি শুদ্ধ?

  • A)  আপনার জ্ঞাতার্থে বলছি
  • B)  আপনার জ্ঞাপনার্থে বলছি
  • C)  দারিদ্রতা অসহ
  • D)  দারিদ্র অসহ
  •  
  • ৮. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • A)  মহাভারত
  • B)  রামায়ণ
  • C)  বঙ্গনামা
  • D)  চর্যাপদ
  •  
  • ৯. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • A)  রূপতত্ত্ব
  • B)  ধ্বনিতত্ত্ব
  • C)  পদক্রম
  • D)  বাক্যপ্রকরণ
  •  
  • ১০. ‘দুরন্ত’ শব্দটির অর্থ কী?

  • A)  দারুণ
  • B)  দুর্লভ
  • C)  দুরশা
  • D)  অশান্ত
  •  
  • ১১. সরকারি ব্যবস্থাপনার চিঠিপত্র বিলিবণ্ট করে—

  • A)  পোস্টমাস্টার জেনারেল
  • B)  মন্ত্রণালয়
  • C)  কুরিয়ার সার্ভিস
  • D)  ডাক বিভাগ
  •  
  • ১২. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

  • A)  উদাসীন
  • B)  প্রতিকূল
  • C)  রাগহীন
  • D)  বিশেষভাবে রুষ্ট
  •  
  • ১৩. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা কে?

  • A)  শরত্চন্দ্র
  • B)  রবীন্দ্রনাথ
  • C)  তারাশংকর
  • D)  বঙ্কিম চন্দ্র
  •  
  • ১৪. ‘বনফুল’ কার ছদ্মনাম?

  • A)  প্রমথ চৌধুরী
  • B)  বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • C)  মোহিতলাল মজুমদার
  • D)  যতীন্দ্রমোহন বাগচী
  •  
  • ১৫. শুদ্ধ বাক্য কোনটি?

  • A)  দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল
  • B)  দুর্বলতাবশত: অনাথিনী বসে পড়ল
  • C)  দুর্বলতাবশত: অনাথা বসে পড়ল
  • D)  দুর্বলবশত: অনাথা বসে পড়ল
  •  
  • ১৬. ‘সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়’—বাক্যে ‘উঠলে’ পদটি কোন প্রকারের ক্রিয়াপদ?

  • A)  সমাপিকা
  • B)  প্রযোজক
  • C)  প্রযোজ্য
  • D)  অসমাপিকা
  •  
  • ১৭. তৎকালীন ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • A)  বিনয় ঘোষ
  • B)  সিকান্দার আবু জাফর
  • C)  তফাজ্জল হোসেন
  • D)  আকরাম খাঁ
  •  
  • ১৮. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়?

  • A)  ১৯৫১
  • B)  ১৯৬১
  • C)  ১৯৭১
  • D)  ১৯৮১
  •  
  • ১৯. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থের রচয়িতা কে?

  • A)  আশুতোষ ভট্টাচার্য
  • B)  আহমদ শরীফ
  • C)  ওয়াকিল আহমদ
  • D)  রাধারমণ মিত্র
  •  
  • ২০. কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?

  • A)  বৃষ্টি পড়ে টাপুরটুপুর
  • B)  মন কেমন কেমন করছে।
  • C)  দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়।
  • D)  বারবার মেঘ ডেকে ওঠে।
  •  
Views: 527 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: