Home » 2011 » March » 17 » BCS Bangla
0:06 AM
BCS Bangla
  • ১. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • A)  রূপতত্ত্ব
  • B)  ধ্বনিতত্ত্ব
  • C)  পদক্রম
  • D)  বাক্যপ্রকরণ
  •  
  • ২. রূপসী বাংলার কবি বলা হয় কাকে?

  • A)  জসীমউদ্দীন
  • B)  সত্যেন্দ্রনাথ দত্ত
  • C)  জীবনানন্দ দাশ
  • D)  কালিদাস রায়
  •  
  • ৩. ‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?

  • A)  মধুসূদন দত্ত
  • B)  ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • C)  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • D)  বিহারীলাল চক্রবর্তী
  •  
  • ৪. ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে।’ -কার রচনা?

  • A)  লালন ফকির
  • B)  ফিরোজ শাহ
  • C)  গগন হরকরা
  • D)  qকোনোটিই নয়
  •  
  • ৫. ‘চাচা কাহিনী’র লেখক কে?

  • A)  সৈয়দ শামসুল হক
  • B)  সৈয়দ মুজতবা আলী
  • C)  মুনীর চৌধুরী
  • D)  হুমায়ুন আজাদ
  •  
  • ৬. ‘সন্ধি’—ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • A)  ধ্বনিতত্ত্বে
  • B)  শব্দতত্ত্বে
  • C)  বাক্যতত্ত্বে
  • D)  অর্থতত্ত্বে
  •  
  • ৭. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?

  • A)  কর্মকারকে সপ্তমী বিভক্তি
  • B)  অপাদান কারকে সপ্তমী বিভক্তি
  • C)  করণ কারকে সপ্তমী বিভক্তি
  • D)  অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
  •  
  • ৮. ‘স্রোত নৌকাখানিকে উল্টাইয়া দিল’ —কোন কারক?

  • A)  কর্ম
  • B)  করণ
  • C)  কর্তৃ
  • D)  অপাদান
  •  
  • ৯. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’—উক্তিটি কার?

  • A)  কামিনী রায়
  • B)  ভারত চন্দ্র রায়
  • C)  মদনমোহন তর্কালংকার
  • D)  মুকুন্দরাম চক্রবর্তী
  •  
  • ১০. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

  • A)  কবিভাষা
  • B)  উপভাষা
  • C)  নাটক
  • D)  কবিতা
  •  
  • ১১. ‘নিদাঘ’ শব্দের ‘নি’ উপসর্গটি দ্বারা কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?

  • A)  অভাব
  • B)  নিশ্চয়
  • C)  নিষেধ
  • D)  আতিশয্য
  •  
  • ১২. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?

  • A)  তৎসম শব্দ
  • B)  তদভব শব্দ
  • C)  অর্ধতৎসম শব্দ
  • D)  দেশি শব্দ
  •  
  • ১৩. কোন বানানটি শুদ্ধ?

  • A)  মুমুর্ষু
  • B)  মুমূর্ষু
  • C)  মূমুর্ষ
  • D)  ঘুমর্ষ
  •  
  • ১৪. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে?

  • A)  সিকান্দর আবু জাফর
  • B)  বিনয় ঘোষ
  • C)  রাহাত খান
  • D)  তফাজ্জল হোসেন
  •  
  • ১৫. আমার পূর্ব বাংলা—অন্ধকারের অনুরাগ

  • A)  তমালের
  • B)  নিকুঞ্জের
  • C)  স্নিগ্ধ
  • D)  বর্ষার
  •  
  • ১৬. ‘মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শাণিত হাত’-কার উক্তি?

  • A)  সুকান্ত ভট্টাচার্য
  • B)  সুভাষ মুখোপাধ্যায়
  • C)  রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  • D)  হুমায়ুন আজাদ
  •  
  • ১৭. বাংলালিপির উৎস কী?

  • A)  চীনা লিপি
  • B)  ব্রাহ্মীলিপি
  • C)  আরবিলিপি
  • D)  সংস্কৃতলিপি
  •  
  • ১৮. ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ তাঁর ‘সোনারতরী’ কবিতাটি যে স্থানে বসে রচনা করেছিলেন?

  • A)  শান্তিনিকেতন
  • B)  শিলাইদহ
  • C)  পদ্মার পাড়ে বোটে বসে
  • D)  শাহবাজপুর
  •  
  • ১৯. কর্ম কারকে কোন কর্মে বিভক্তি যুক্ত হয়?

  • A)  গৌণ কর্মে
  • B)  মুখ্য কর্মে
  • C)  ব্যতিহার কর্মে
  • D)  কোনোটিই নয়
  •  
  • ২০. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি কে?

  • A)  শাহ মোহাম্মদ সগীর
  • B)  শেখ ফয়জুল্লাহ
  • C)  মুহম্মদ কবীর
  • D)  জসীমউদ্দীন
  •  
Views: 527 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: