Home » 2011 » March » 17 » BCS Bangla
0:15 AM
BCS Bangla
  • ১. মাইকেল মধুসূদন দত্তের কোন সৃষ্টিগুণ চিরস্মরণীয়?

  • A)  গীতিকাব্য
  • B)  ছোটগল্প
  • C)  অমিত্রাক্ষর ছন্দ
  • D)  অসাধারণ প্রতিভা
  •  
  • ২. ‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?

  • A)  দ্বন্দ্ব
  • B)  কর্মধারয়
  • C)  বহুব্রীহি
  • D)  তৎপুরুষ
  •  
  • ৩. ‘পদ্মপুরাণ’ কাব্যধারার প্রথম কবি কে?

  • A)  কানাহরি দত্ত
  • B)  বিজয়গুপ্ত
  • C)  ভারতচন্দ্র
  • D)  মুকুন্দরাম
  •  
  • ৪. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • A)  হিম
  • B)  শীতল
  • C)  শৈত্য
  • D)  উত্তাপ
  •  
  • ৫. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে?

  • A)  সিকান্দর আবু জাফর
  • B)  বিনয় ঘোষ
  • C)  রাহাত খান
  • D)  তফাজ্জল হোসেন
  •  
  • ৬. মৌলিক শব্দ কোনটি?

  • A)  গোলাপ
  • B)  নেয়ে
  • C)  শীতল
  • D)  গৌরব
  •  
  • ৭. রূপসী বাংলার কবি বলা হয় কাকে?

  • A)  কালিদাস রায়
  • B)  দাউদ হায়দার
  • C)  জীবনানন্দ দাশ
  • D)  সত্যেন্দ্রনাথ দত্ত
  •  
  • ৮. ‘দুরন্ত’ শব্দটির অর্থ কী?

  • A)  দারুণ
  • B)  দুর্লভ
  • C)  দুরশা
  • D)  অশান্ত
  •  
  • ৯. ‘সবুজ পত্র’ বাংলা সাহিত্য কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?

  • A)  চলতি
  • B)  বাংলা
  • C)  সাধু
  • D)  সংস্কৃতি
  •  
  • ১০. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসবিষয়ক গ্রন্থ কে রচনা করেন?

  • A)  দীনেশ চন্দ্র সেন
  • B)  সুকুমার সেন
  • C)  নীহার রঞ্জন রায়
  • D)  সুকুমার রায়
  •  
  • ১১. ‘হের-ঐ দুয়ারে দাঁড়িয়ে কে’। এ বাক্যে ‘হের’ ধাতুটি—

  • A)  বাংলা ভাষার ধাতু
  • B)  বিদেশাগত ধাতু
  • C)  অজ্ঞাতমূল ধাতু
  • D)  মৌলিক ধাতু
  •  
  • ১২. ‘শরতে ধরাতল শিশিরে টটমল’-‘শরতে’ কোন কারক?

  • A)  কর্তৃ
  • B)  কর্ম
  • C)  অধিকরণ
  • D)  অপাদান
  •  
  • ১৩. কোনটির লিঙ্গান্তর হয় না?

  • A)  বেয়াই
  • B)  সাহেব
  • C)  কবিরাজ
  • D)  সঙ্গী
  •  
  • ১৪. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?

  • A)  কালীদাস
  • B)  চণ্ডীদাস
  • C)  বিদ্যাপতি
  • D)  বিবেকানন্দ
  •  
  • ১৫. সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিপত্রের বিষয়বস্তু কী?

  • A)  ব্যক্তিগত
  • B)  বায়নামা
  • C)  চাকরির আবেদন
  • D)  স্থানীয় জনগণের অভাব-অভিযোগ ও দুরবস্থ�
  •  
  • ১৬. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার লিখিত পত্রকে কী বলে?

  • A)  স্মারকপত্র
  • B)  দলিলপত্র
  • C)  যোগাযোগপত্র
  • D)  দাওয়াত পত্র
  •  
  • ১৭. বাংলাদেশ কবিতাটি কোন ছন্দে রচিত

  • A)  স্বরবৃত্ত
  • B)  মাত্রাবৃত্ত
  • C)  অক্ষরবৃত্ত
  • D)  পুনরাবৃত্ত
  •  
  • ১৮. ‘চোখের কোণ’—এককথায় কী?

  • A)  কোন
  • B)  চাক্ষ
  • C)  পাঙ্গ
  • D)  অপাঙ্গ
  •  
  • ১৯. ‘ব্যথাতুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভাল—কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে?

  • A)  দাদুর পুত্রবধূ
  • B)  দাদুর কন্যা
  • C)  দাদুর নাতনি
  • D)  দাদুর স্ত্রী
  •  
  • ২০. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহূত হয়?

  • A)  আট কপালে
  • B)  ছা-পোষা
  • C)  উড়নচণ্ডী
  • D)  অমাবস্যার চাঁদ
Views: 550 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: