Home » 2011 » January » 8 » সহজেই পরিবর্তন করুন আপনার পিসির হার্ডড্রাইভের ব্যাকগ্রাউন্ড
8:57 PM
সহজেই পরিবর্তন করুন আপনার পিসির হার্ডড্রাইভের ব্যাকগ্রাউন্ড

সহজেই পরিবর্তন করুন আপনার পিসির হার্ডড্রাইভের ব্যাকগ্রাউন্ড

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

কম্পিউটার ব্যবহার করেন অথচ মাই কম্পিউটার খুলে হার্ডড্রাইভগুলোতে প্রবেশ করেন না, এমন একজন মানুষকেও  খুজে পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্ত কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের ভিতরে যেই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটি অনেকেরই অপচন্দ। তাই অনেকেই কম্পিউটারের হার্ডড্রাইভ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে মজার কোন ছবি সেট করে রাখে।  ইচ্ছে করলে আপনিও আপনার পিসির হার্ডডিস্ক ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন। শুধু তাই নয় আপনি চাইলে আপনার পচন্দ অনুযায়ী যে কোন একটি ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটিংস করে নিতে পারেন।

Background

চলুন সেটিংস শুরু করি

১। প্রথমে Start Menu > Run Command দিয়ে Notepad লিখে এন্টার দিন। ফলে Notepad চালু হবে।

২। নিম্নের কোডসমূহ কপি করে Notepad এ Paste করুন।

[ExtShellFolderViews]

{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

Attributes=1

IconArea_Image=\Alam Anik.jpg

[.ShellClassInfo]

ConfirmFileOp=0

Code

৩। আপনি যেই Image টিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটিং করতে চান, IconArea_Image=\ এর পরে সেই কাঙ্খিত Image এর নাম লিখে দিন। অথবা আপনি ইচ্ছে করলে মূল Image ফাইলের Rename মোডে গিয়ে সেই কাঙ্খিত Image এর পুরো নামটি কপি করে Paste করতে পারেন।

৪। (যেমন: IconArea_Image=\Alam Anik.jpg এখানে Alam Anik.jpg হলো মূল ফাইল নেইম)

৫। Notepad ফাইলটি Save করুন desktop.ini নামে।

৬। আপনার কম্পিউটারের যেই ড্রাইভে ব্যাকগ্রাউন্ড সেট করতে চান, সেই ড্রাইভে কাঙ্খিত Image এবং desktop.ini ফাইল দুইটি Paste করুন।

৭। একবার Refresh করুন এবং দেখুন আপনার কাঙ্খিত Image দ্বারা ব্যাকগ্রাউন্ডটি সেট হয়েছে।

৮। আপনি চাইলে প্রত্যেক ড্রাইভে একই নিয়মে আলাদা আলাদা ব্যাকগ্রউন্ড সেট করতে পারেন।

Views: 530 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: