Home » 2011 » January » 8 » ডাউনলোড করুন যেকোন দেশের পতাকার আইকন
9:20 PM
ডাউনলোড করুন যেকোন দেশের পতাকার আইকন

ডাউনলোড করুন যেকোন দেশের পতাকার আইকন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনারদের অনেক সময় বিভিন্ন দেশের পতাকার আইকন প্রয়োজন হয়। নিজের দেশ অথবা ভিন্ন কোন দেশের ক্লায়েন্টের সাইটে পতাকার আইকন যুক্ত করার দরকার হতে পারে। আর সাধারন ইন্টারনেট ব্যবহারকারীরাও ইচ্ছা করলে বিভিন্ন দেশের পতাকার আইকন সংগ্রহে রাখতে পারেন। flag.redpixart.com এমন একটি আইকন সার্চ ইঞ্জিন, যেখান থেকে আপনি প্রায় ১৯০ টির বেশি দেশের আইকন ডাউনলোড করতে পারবেন।

2010-08-10_134353

flag.redpixart.com ওয়েব সাইটে প্রবেশ করলে একটি সার্চ বক্স দেখতে পাবেন। সেখানে যে কোন দেশের নাম লিখে সার্চ বাটনে ক্লিক করলেই সে দেশের পতাকার বিভিন্ন রকম আইকন দেখতে পাবেন।

2010-08-10_135045

এইসব আইকন PNG, GIF এবং JPG ফরমেটে পাওয়া যাবে। পছন্দের আইকন এ ক্লিক করলে আইকন সাইজ নির্ধারন করার অপশন আসবে। সাইজ নির্ধারন করে যে কোন ফরমেটে ডাউনলোড করে নিন। প্রধান সবগুলো অপারেটিং সিস্টেম সাপোর্টও রয়েছে।

Views: 487 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: