9:50 PM আপনার উইন্ডোজ এক্সপিতে দিন আপনার পরিচয় |
আপনার উইন্ডোজ এক্সপিতে দিন আপনার পরিচয়লেখাটি আপনার পছন্দ হয়েছে?
সবাইকে ঈদ মোবারাক। অনেক দিন পরে লিখছি। কিন্তু তার মানে এই নয় যে আমি বিজ্ঞান-প্রযুক্তি থেকে দূরে ছিলাম। একটা বড় পোস্ট রেডি করছিলাম আমি। হঠাৎ মনে হলো, একটু মজার কিছু লিখি। তখন ইউনিভার্সিটিতে পড়ছি। ইউনিভার্সিটির প্রতিটা কম্পিউটার এর প্রপার্টিস এ গেলে, আমাদের ইউনিভার্সিটির নাম দেখায়। আমি বুঝতে পারলাম না কিভাবে এটা সম্ভব! শেষে নেটে ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম। এক বোকা বন্ধুকে ভাল ভয়ও দেখিয়ে ছিলাম এটা দিয়ে। যাই হোক। আমরা সাধারনত মাই কম্পিউটার এ রাইট বাটন চেপে প্রপার্টিসে গেলে, আমাদের সম্পূর্ণ কম্পিউটার এর ডিটেলস দেখায়। এখন আপনি যদি চান তবে, খুবি সহজ়েই উইন্ডোজ এক্সপি র লোগো টার নিচে আপনার ছবি এবং আপনার ঠিকানা দিতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, টা হল, আপনার যে কোন একটি ছবি কে, ১২৯x১২৯ পিক্সেলে এ, Oemlogo.bmp নামে সেভ করুন। এবার একটি নোট প্যাড খুলে, নিচের লাইন গুলো লিখে দিন, [General] Manufacturer=Assembled and Services By: Model=xxxxxxxxxx
[Support Information] Line1=” xxxxxxxxxx " Line2=”" Line3=” xxxxxxxxxx " Line4=” xxxxxxxxxx " Line5=” xxxxxxxxxx " Line6=”" Line7=” xxxxxxxxxx ” Line8=” xxxxxxxxxx " Line9=” xxxxxxxxxx " Line10=” xxxxxxxxxx " Line11=” xxxxxxxxxx " Line12=” xxxxxxxxxx " বাস, এবার নোটপ্যাড টি কে, oeminfo.ini নামে সেভ করুন (লক্ষ্য রাখবেন, xxxxxxxxxx স্থানে আপনি যে কোন কিছু লিখতে পারেন।)। এখন আপনার হাতে দুটি ফাইল আছে, একটি হচ্ছে, Oemlogo.bmp এবং oeminfo.ini। এবার ফাইল দুটোকে কপি করে নিয়ে C:\WINDOWS\system\ ফোল্ডারের ভেতরে পেস্ট করেদিন। এবার দেখুনতো, আপনার মাই কম্পিউটারের প্রপার্টিসে কি দেখাচ্ছে ? কেমন লাগল জানাতে ভুলবেন না প্লিজ mail me: chotoderbondhu@gmail.com |
|
Total comments: 0 | |