Home » 2011 » January » 12 » কম্পিউটার এর স্টার্ট মেনুর গতি বাড়িয়ে দিন খুব সহজেই
9:52 PM
কম্পিউটার এর স্টার্ট মেনুর গতি বাড়িয়ে দিন খুব সহজেই

কম্পিউটার এর স্টার্ট মেনুর গতি বাড়িয়ে দিন খুব সহজেই

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আজকে আমি আপনাদের সামনে, অনেক অনেক অনেক পুরতন কিন্তু বেশ মজার একটা ট্রিক্স নিয়ে আসেছি। যখন প্রথম উইন্ডোজ এক্সপি বাজারে আসে, আমার মনে আছে, তখন মানুষের মধ্যে RAM কেনার ধুম পড়ে গেল। আমি এখনও মনে করতে পারি, আমার ৬৪ মেগা এসডি RAM কিনেছিলাম মাত্র (!!) ৩৬০০ টাকা দিয়ে (মনে করবেননা আমি চাপা মারতাছি, কথাটা ২০০০ সালের)। ট্রিক্স টা হচ্ছে, আপনি যখন আপনার কম্পিউটার এর "Start” বাটনে প্রেস করে, "Programs” এ যান, এবং programs গুলোর উপরদিয়ে আপনার মাউস নিয়ে ঘোরা ফেরা করেন, দেখবেন, খুবি আস্তে আস্তে listed menu বের হচ্ছে, খুব সহজেই আপনি এদের গতি বাড়াতে পারবেন।

বিঃদ্রঃ আপনার RAM বেশি থাকলেও কিন্তু ওই ৪০০ মিলি সেকেন্ড, (যা উইন্ডোজ এক্সপি র ডিফল্ট ভেলু )সময়ই নিবে।

প্রথমে START থেকে RUN এ যান। এবার RUN এ লিখুন, regedit । এবার ok প্রেস করুন।

Untitled 1

দেখুন আপনার কম্পিউটার এর Registry Editor টি ওপেন হয়ে গেছে।

Registry Editor এর বাম দিকে দেখুন, HKEY_CURRENT_USER নামে একটি ফোল্ডার আছে, HKEY_CURRENT_USER এ ডাবল ক্লিক করলে দেখবেন একটা লিস্ট আপনাকে দেখাচ্ছে। এখান থেকে Control Panel টি খুজে ডাবল ক্লিক করুন। আবারও দেখবেন একটা লিস্ট আপনাকে দেখাচ্ছে, এবার এখান থেকে Desktop ফোল্ডার টি খুজে বের করুন। Desktop এ single ক্লিক করুন।

Untitled 2

এবার Registry Editor এর ডান দিকে চলে আসুন, MenuShowDelay নামের একটা entryValue Name এবং Value Data নামের দুটি জায়গা আছে। Value Data তে ডেফল্ট ভেলু দেয়া আছে ৪০০, এটা কে পরিবর্তন করে ০.০০০০০০০০০০০০০০০১ (যত খুশি তত শুন্য দিতে পারেন, তবে শেষে একটা এক দিতে হবে) করে দিন। আপনি দেখবেন। ডাবল ক্লিক করলে একটি বক্স খুলে যাবে, যেখানে আপনি দেখবেন,

Untitled 3

এবার OK প্রেস করে বের হয়ে আসুন। Registry Editor এর ফাইল মেনু থেকে Exit করে বের হয়ে আসুন।

Untitled 4

এবার আপনার কম্পিউটার একবার Restart করে দিন। কম্পিউটার খুললে, আপনি আপনার Start menu ঘুরে আসুন।

দেখুন কত দ্রুত খুলছে মেনু গুল। পোস্ট টি কেমন লাগল জানাতে ভুলবেন না আশা করি।

Views: 527 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: