5:25 PM ডাউনলোড ছাড়াই ইন্সটল করুন উইন্ডোজ ৭ এর কয়েকটি থিম |
ডাউনলোড ছাড়াই ইন্সটল করুন উইন্ডোজ ৭ এর কয়েকটি থিমলেখাটি আপনার পছন্দ হয়েছে?
উইন্ডোজ ৭ ইন্সটল করার সময় আমরা সাধারণত ইংরেজী লেআউট এর কীবোর্ড সিলেক্ট করি। তার ফলে শুধু মাত্র USA অথবা UK এর থিম ইন্সটল হয়ে থাকে। কিন্তু ইংরেজী ভাষা-ভাষী দেশতো আরও আছে। যেমন: অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিন আফ্রিকা। তাহলে শুধু মাত্র একটি বা দুটি দেশের থিম নিয়ে কেনো বসে থাকবো কেন? চলুন কোনো ডাউনলোড ছাড়াই ফ্রিতে ইন্সটল করে নেই কিছু বর্ণিল windows 7 থিম । Start বাটনে ক্লিক করুন। Search programs and files ফীল্ডে গিয়ে লিখুন: C:\windows\globalization\mct Available থিম গুলোর একটি উইন্ডো খুলবে যেখানে MCT-AU, MCT-CA, MCT-GB ইত্যাদী নামে কতগুলো ফোন্ডার আসবে । ধরে নিন যে আপনি MCT-AU মানে Australia থিম গুলো ইন্সটল করতে চান । তাহলে আপনাকে MCT-AU ফোল্ডারটির ভিতরে যেয়ে Theme ফোল্ডারটির ভেতরের AU নামের আইকনটিতে ডাবল ক্লিক করতে হবে । বেস তাহলেই আপনার কম্পিউটারে থিমটি ইন্সটল হয়ে যাবে এব্ং peronalize window টি ওপেন হবে । খেয়াল রাখতে হবে যে আপনি যখন যে থিম ইন্সটল করবেন সেই থিমটি নিজে থেকে সিলেক্ট হয়ে যাবে এবং আপনি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এ ওই থিমের ওয়ালপেপার দেখতে পাবেন । MCT লিস্ট থেকে যত খুশি থিম ইন্সটল করে নিন একই পদ্ধতি অনুসরন করে । আশা করি পোস্টটি windows 7 ব্যবহারকারীদের ভাল লাগবে |
|
Total comments: 0 | |