Home » 2011 » February » 7 » hard disk crack হার্ডডিস্ক ক্র্যাশ !? হার্ডডিস্ক ক্র্যাশ
3:42 PM
hard disk crack হার্ডডিস্ক ক্র্যাশ !? হার্ডডিস্ক ক্র্যাশ
হার্ডডিস্ক ক্র্যাশ !?

হার্ডডিস্ক ক্র্যাশ !? ১ টি মন্তব্য এবং 25 বার পঠিত

 FavoriteLoadingপ্রিয়তে নিন

আমরা কম্পিউটার ব্যবহারকারীরা ভাল করেই জানি আমাদের বহুদিনের জমানো তথ্যগুলো কত দামী। বন্ধু বান্ধব বা বিভিন্ন সোর্স থেকে জমানো এই সকল ফাইলপত্রগুলো যদি হঠাৎ একদিন হারিয়ে যায় তবে কি হবে? আমার পরিচিত অনেক বন্ধুবান্ধবদের এই সমস্যায় পড়তে হয়েছে। এক বন্ধুর ৬ মাস বয়সী হার্ড ডিস্কে সে নিশ্চিন্তে তার প্রয়োজনীয় ফাইল জমাল। তার মাথায় চিন্তা ছিল না যে এটি নষ্ট হতে পারে। কিন্তু ভাগ্য সইল না। হঠাৎ একদিন উইন্ডোজ চালু হচ্ছিল না। সে আবার সেটাপ দেবার চেষ্টা করতে গিয়ে দেখল তার কোন ড্রাইভই নেই। হার্ডডিস্কের ওয়ারেন্টি থাকায় সে আরেকটি পেল কিন্তু হারাল ৪০০ গিগা ফাইলপত্র, সিনেমা, গেমস ইত্যাদি। তাই আমার ব্লগার বন্ধুরা সাবধানে থাকবেন এবং হার্ডডিস্কের যত্ন নিন। তা নাহলে বিপদ আপনারও হতে পারে।

হার্ডডিস্ক ভাল রাখতে হলে এর কিছু পরিচরযা দরকার হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পার্টিশন ডিফ্র্যাগমেন্ট করা। এটি করলে হার্ডডিস্কের ফাইল লোকেশন গুলো পরিষ্কার হয় এবং আধানষ্ট ফাইল ঠিক হয়, তাছাড়াও আরো নানাবিধ সুবিধা রয়েছে। অনাকাংখিত বিপদ এড়াতে আমাদের অবশ্যই অন্তত ২-৩ মাসে এক বার ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা উচিত। আর এই কাজটির জন্য এখানে আমি একটি খুবই সহজ এবং ছোট সফটওয়্যার দিচ্ছি যা আপনাদের সকলেরই ভাল লাগবে, এর নাম "ডিফ্র্যাগলার”। এটি তৈরী করাই হয়েছে ডিফ্র্যাগমেন্ট করার জন্য। যদিও উইন্ডোজের নিজস্ব ডিফ্র্যাগমেন্টার রয়েছে তবুও এটি তার থেকে অনেক ভালো এবং দ্রুত কারযকরী। দারুণ এই ডিফ্র্যাগমেন্টারটি ডাউলোক করুন এই লিংক থেকে।

ডাউনলোড

আপনাদের বিপদমুক্ত কম্পিউটিং কামনা করছি। ধন্যবাদ

Views: 488 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: