3:13 PM how to tie a tie /টাই বাঁধার নিয়ম | ||
ছোট বেলায় যখন প্রাইমারী স্কুলে পড়তাম, তখন আমাদের শিক্ষক গন বেশীর
ভাগই ছিলেন ব্রিটিশ আমলের মেট্রিক পাশ শিক্ষক। আমাদের গণিত শিক্ষক ছিলেন বি
এ পাশ। শুধু মাত্র তাকেই দেখতাম মাঝে মধ্যে টাই বেঁধে স্কুলে আসতেন, এবং
এটাও শুনেছি যে, গ্রেজুএটরা শুধু মাত্র টাই পারিধান করতেন।
কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ন ভিন্ন, এখন কেজি স্কুলের বাচ্চারাও টাই পরে। অনেক স্কুলের টাই তাদের ইউনিফর্মের অন্তর্ভুক্ত। আমাদের দেশের অনেক সাধারন মানুষ এখনো টাই পড়েন না, বা তারা জানেও না, কিভাবে এটা বাঁধতে হয়। একটা সময়ে আমিও জানতাম না, বা পারতাম না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, আমিও পরিবর্তন হয়েছি, এখন টাই বাঁধতে পারি। এক সময় টাই পড়লে মনে হত, এই বুঝি গলায় ফাঁস লেগে গেলো.... এখন প্রবাসে থাকি, অনেক সময় ইচ্ছে না থাকলেও টাই বাধ্য হয়েই পড়তে হয়, তাই ইন্টারনেট থেকে কিছু চিত্র তুলে ধরলাম, আশা করি যাদের এই ব্যাপারে দূর্বলতা আছে, তাদের উপকার হবে..... চিত্রঃ ১ চিত্রঃ ২ চিত্রঃ ৩ চিত্রঃ ৪ চিত্রঃ ৫ চিত্রঃ ৬ ( প্রিন্স এলবার্ট স্টাইল ) চিত্রঃ ৭ ( এরশাদ চাচা স্টাইল ) বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরাও পিছিয়ে নেই, তারাও ইদানিং টাই পড়ে থাকেন। যারা আমার মত টাই কে অসহ্য মনে করেন তারা টাই না পরে, টাইয়ের স্টিকার যুক্ত টি-শার্ট পড়তে পারেন।
| ||
|
Total comments: 0 | |