বর্তমান সময়ে আমাদের কাছে পত্রিকাগুলো খুব জনপ্রিয়
হয়েছে। এর পিছনে একটাই কারন যেটা হল যেকোন তথ্য বিস্তারিত ভাবে দেয়া থাকে।
কিন্তু সমস্যা একটাই সকল তথ্য সব পত্রিকায় থাকে না। কি করা যায়? সব পত্রিকা
রাখার জন্য হকারকে মাসের শেষে মোটা অংকের টাকা দিব, না এটা করা যাবে না।
আবার অনেক সময় কিছু জরুরি তথ্য পত্রিকা থেকে আমরা কেটে রাখি। কোন জরুরি
কাজের জন্য। কিন্তু সেটা নিরাপদ নয়। এত সমস্যা কি করা যায়? একটি উপায় হল,
অনলাইন অর্থাৎ বর্তমানে প্রায় সকল পত্রিকার অনলাইন সংস্করন আছে। কিন্তু
এখানেও সমস্যা আছে অনলাইন ঠিকানা নিয়ে।
আর এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার এই পোষ্ট। আমি এখানে
একটি লিংক দিয়েছি, যেখানে আপনি পৃথিবীর সকল অনলাইন পত্রিকা পাবেন। এই
লিংকে প্রবেশ করে দেখা যাবে-

এখান
থেকে আপনি যে মহাদেশের পত্রিকা চান সেই মহাদেশে ক্লিক করুন।

এখান
থেকে আপনি যে দেশের পত্রিকা চান সেই দেশে ক্লিক করুন।

দেশের
যে পত্রিকা চান সেই পত্রিকার নামের উপর ক্লিক করুন।
আর খুব সহজেই আপনার পছন্দের পত্রিকাটি
পড়েনিন।