Home » 2011 » January » 3 » Recover any file
1:55 AM
Recover any file

মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন

undefined

ডাটা রিকভারি

অনেক সময় অনেক ফাইল আমরা মুছে ফেলি মনে করি ফাইলটা আর কজে লাগবেনা পরে দেখাযায় সেই ফাইলটাই অনেক দরকারি।কিন্ত তখন দরকারি মনে হলেও স্বাভাবিক নিওমে তা ফিরিয়ে আনার কোন উপায় নেই।অনেক সময় তারাহুরা করে অথবা ভূল করেও ফাইল মুছে যায়। মুছে যাওয়া ফাইল রিকভার এর জন্য আমাদের দরকার রিকভারি ফাইল এর।অনেক ভাল ভাল রিকভারি ফাইল আছে কিন্তু সেসব ফ্রী পাওয় যায় না। এর আগে রিকভারি সফটওয়্যার নিয়ে অনেক যায়গায় অনেক পোষ্ট দেখেছি দুই একবার ডাউনলোড করে রিকভার করার চেষ্টাও করেছি কিনতু প্রতিবারি ব্যার্থ হয়েছি।একটা দিয়ে করতে না পেরে অন্যটা দিয়ে চেষ্টা করেছি।বার বার চেষ্টা করতে করতেই পেয়েগিয়েছি ফাটাফাটি একটি রিকভারি সফটওয়্যার। সফটএয়্যারটির নাম (Recuva Wizard) ফাইলটির সাইজ মাত্র ৩.৬১ এম বি. ফাইলটির ডাউনলোড লিংক পাবেন এখানে।কারো কোন প্রবলেম হলে মন্তব্য আকারে এখানে লিখতে পারেন সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করব।

Views: 512 | Added by: zazafee | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *: