Home » 2011 » January » 06

জয়লুন আবেদিন আমাদের কাছে পরিচিত নাম।তার জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর। ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জের কেন্দুয়ায়। বাবা তমিজউদ্দিন আহমেদ, মা জয়নাবুন্নেছা। তমিজউদ্দিন আহমেদ ছিলেন দারোগা। নয় ভাই—বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার বড় সন্তান।খুব ছোট বেলা থেকেই জয়নুল ছবি আঁকা পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু-ছাগল, ফুল-ফলসহ আরো কত কি এঁকে মা-বাবাকে দেখাতেন। ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানিক পড়াশুনা।নদী ছিল তাঁর খুব প্রিয়। তিনি নদীকে ভালবেসে বলতেনঃ নদীই আমার শ্রেষ্ঠতম শিক্ষক।ছোট বেলা থেকে প্রবল ইচ্ছা ছিল কলকাতায় গিয়ে শিল্পকলা শেখার।অবশেষে ম্যাট্রিক পরীক্ষার আগে মৃত্যুঞ্জয় স্কুলের পড়াশুনা ইস্তফা দিয়ে ১৯৩৩ সালে জয়নুল ভর্তি হন কলাকাতার সরকারি আর্ট স্কুলে। এখানে তিনি ১৯৩৮ সাল পর্যন্ত আর্টের উপরে পড়াশুনা করেন। ওই বছর কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রইং এ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।১৯৩৮ সালে কলকাতায় জাতীয় চিত্র প্রদর্শনীতে ৬ টি জলরঙ চিত্রের জন্য গভর্ণর স্বর্ণপদক ... Read more »
Views: 867 | Added by: zazafee | Date: 2011-01-06 | Comments (1)